শিরোনামঃ

শ্রমিক নেতা শহিদুল ইসলাম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত



শাকিব উল হক

বরিশাল প্রতিনিধি

বরিশাল মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৫ অক্টোবর) আছর নামাজের পরে বরিশাল নগরীর আমানতগঞ্জ পাওয়ার হাউজ সংলগ্ন জামে মসজিদে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।




উল্লেখ্য যে, গত বছরের ৩ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শহিদুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেন। সহকর্মীদের ভাষ্যে, কর্মজীবনে তিনি ছিলেন সৎ,পরিশ্রমী ও শ্রমিকবান্ধব নেতা। অসুস্থতার সময় দায়িত্ব বদল সংক্রান্ত কিছু প্রশাসনিক সিদ্ধান্ত তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় বলেও অনেকে উল্লেখ করেন। 

মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারসহ মহানগর ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া ও মিলাদে উপস্থিত বক্তারা শহিদুল ইসলাম তালুকদারকে একজন আদর্শবান, নিষ্ঠাবান ও কর্মঠ নেতা হিসেবে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?