শিরোনামঃ

বামনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন


মাসুদ রেজা ফয়সালঃ

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মোহাম্মদ পলাশ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এমাদুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান আকন মানিক।

এছাড়াও উপস্থিত ছিলেন

বামনা সরকারি সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোশাররফ হোসেন,

৩নং রামনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ নেসারুল ইসলাম শরিফ,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মোঃ মেহেদী হাসান সুমন হাওলাদার,

সিনিয়র সাংবাদিক মোঃ গোলাম কিবরিয়া,

মোঃ আওলাদ হোসেন মোল্লা, মোসাঃ তানিয়া আক্তার, এবং মোঃ আসাদুল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠন সম্ভব।

তাঁরা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায়ভিত্তিক কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?