- প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৪৬ পিএম
অপসংবাদিকতা রোধে ১৫ সংগঠনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ
সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসংবাদিকতা রোধে, গঠিত ১৫ সংগঠনের যৌথ সভা বৃহস্পতিবার রাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মনিটরিং গ্রুপের সদস্য চারজনে বর্ধিত করা হয়েছে। এ নিয়ে মোট সদস্য সংখ্যা ৭ জনে উন্নীত হয়েছে। বর্ধিত চারজন সদস্য হলেন কাজী আল মামুন,সাইফুর রহমান মিরন, শাহীন হাসান, কাওসার হোসেন। ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বরিশাল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে দুইটি অভিযোগ বক্স স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে,সাংবাদিকতার নামে চাঁদাবাজদের বিরুদ্ধে, প্রতিরোধের আহবান জানিয়ে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেয়া ও পরবর্তীতে যে কোন সময়, ১৫ সংগঠনের সদস্য সাংবাদিকদের নিয়ে, অপসংবাদিকতা রোধে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সাংবাদিকতার নামে, যেকোনো চাঁদাবাজি রুখতে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রকাশক ও সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজ মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, বরিশাল ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ আহমেদ, সাধারণ সম্পাদক কাওসার হোসেন,জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি বীরেন্দ্রনাথ সমাদ্দার,সিনিয়র সাংবাদিক কাজী আল মামুন, বার্তা সম্পাদক ফোরাম বরিশালের আহ্বায়ক জিয়া শাহিন, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসান,টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিন সুমন, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন সাগর প্রমুখ।
উল্লেখ্য ইতোপূর্বে, বরিশাল প্রেসক্লাবে, সম্পাদক প্রকাশকদের সাথে,১৫ সংগঠনের যৌথ সভায় সাংবাদিকতার নামে যেকোনো চাঁদাবাজির বিরুদ্ধে নেয়া যেকোনো উদ্যোগে সম্পাদক ও প্রকাশক বৃন্দ, অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
এই বিভাগের আরো খবর
-
র্যালি ও আলোচনা সভায় সাংবাদিকদের মিলনমেলাবাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বহুল প্রচারিত স্থানীয় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার...
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।কার্তিকের মাঝামাঝি এসে সামনে অগ্রহায়ণে যখন কৃষকের মুখে হাসি ফোঁটার কথা, ঠিক তখনই উত্তরাঞ্চলে নেমেছে টানা...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কেক কাটা, আলোচনা সভা ও দুস্থঃ শিশুদরে মধ্যে খাবার বিতরনের মধ্য দিয়ে গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!