শিরোনামঃ

ফ্রি চিকিৎসা-ওষুধ পেল  তিন শতাধিক রোগী


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের তিন শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সহ ওষুধ প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে উপজেলার মৈস্তারকান্দি ব্যাপিস্ট চার্চ মিশন মাঠে উপজেলা হাসপাতালের ডা. মেহেদী হাসান নাঈম ও ডা. গৌরব মজুমদার বিক্রম মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ সেবা প্রদান করেন। তাদের সহযোগী হিসেবে হাসপাতালের দু’জন নার্স মেডিকেল ক্যাম্পে সহায়তা প্রদান করেন।

এসময় সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক দুলাল রায়, ক্যাশিয়ার পল্লব বৈদ্য, উপদেষ্টা রেভা বিদ্যুৎ রায়, শিশু রঞ্জন ঢালী সহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ যাবত গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটি কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় গ্রামের অনেক দরিদ্র রোগী আছেন যারা চিকিৎসা ও ওষুধ সেবা বঞ্চিত। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননা। তাদের জন্য আমাদের এ মেডিকেল ক্যাম্পের আয়োজন ছিলো। তবে মেডিকেল ক্যাম্পে গ্রামাঞ্চলের সর্ব শ্রেনীর পেশার মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?