- প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫ ১২:৪২ পিএম
বাউফল থানায় দুই কৃষককে আটকে মুচলেকা নেওয়ার অভিযোগ
সাগর দাস, বাউফল, প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল থানায় দুই কৃষককে আটকে মুচলেকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী দুই কৃষক হলেন উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান গ্রামের জাকির মাতুব্বর (২৮) ও মোস্তফা কামাল (২৬)। কয়েকবছর ধরে তারা চন্দ্রদ্বীপ ইউনিয়নে পঞ্চায়েত ওয়াকফ এষ্টেট এর জমি চাষাবাদ করছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চর নিমদি মৌজায় ১৯ খতিয়ানের ১২২, ১২৩, ১২৪ নং দাগে জমি চাষ শেষে বীজ রোপণ করতে যান কৃষক জাকির মাতুব্বর ও মোস্তফা কামাল। বুধবার সকালে দুই কৃষককে আটক করে থানায় নিয়ে আসেন বাউফল থানার এসআই শাহাবুদ্দিন। রাত ১২ টায় দেন দরবার শেষে জমিতে বীজ রোপণ না করার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় ।
শুক্রবার পঞ্চায়েত ওয়াকফ এষ্টেট এর সুবিধাভোগী মোসলেম উদ্দিন সাংবাদিকদের বলেন, আমার নিযুক্ত দুই কৃষক জমিতে বীজ রোপণ করতে গেলে বেআইনিভাবে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। তিনি বলেন, এরআগে পঞ্চায়েত ওয়াকফ এষ্টেট এর মোতোয়াল্লি বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আদালতের নির্দেশ অমান্য করেছেন।
বাউফল থানার এসআই শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, সহিংসতার আশংকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দুই কৃষককে আটক করে মুচলেকা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে ইউএনও মো. আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এই বিভাগের আরো খবর
-
র্যালি ও আলোচনা সভায় সাংবাদিকদের মিলনমেলাবাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বহুল প্রচারিত স্থানীয় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার...
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।কার্তিকের মাঝামাঝি এসে সামনে অগ্রহায়ণে যখন কৃষকের মুখে হাসি ফোঁটার কথা, ঠিক তখনই উত্তরাঞ্চলে নেমেছে টানা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!