- প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ০১:৩৮ এএম
বরিশালে ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ বিএম কলেজের শিক্ষার্থী।
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাজনিন আহমেদ সাদিয়া দাঁতের চিকিৎসায় অবহেলা ও ভুল ওষুধ প্রয়োগের কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত দুই মাস ধরে তিনি স্থানীয় দন্ত চিকিৎসক ডা. ইকবাল হোসেন আমানের কাছে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে আক্কেল দাঁতের সমস্যার কথা বলে দাঁত সোজা করার পরামর্শ দেন ওই চিকিৎসক এবং টিথ এলাইনার বানানোর জন্য টাকা নেন। পরবর্তীতে আক্কেল দাঁতের পাশের আরেকটি দাঁতে সমস্যা দেখা দিলে রুট ক্যানেল করা হয়। এর পর থেকেই ছাত্রী সাদিয়ার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা ও ঔষধ প্রয়োগের কারণে সাদিয়া মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তার শরীর প্যারালাইজডের মতো হয়ে যায়, মুখ থেকে শুরু করে সারা শরীরে এসিড পোড়ার মতো দাগ দেখা দেয়, এমনকি মুখ ও গলার ভেতর গলে যাওয়ার মতো পরিস্থিতি হয়। শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে তাকে দ্রুত বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, ভুল ঔষধ প্রয়োগের কারণেই এ সমস্যা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সাদিয়া স্টিভেন জনসন সিনড্রোমে (Stevens-Johnson Syndrome) আক্রান্ত হয়েছেন, যা সাধারণত ভুল ওষুধের প্রতিক্রিয়া থেকে হয়ে থাকে। তিনি বর্তমানে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
শেবাচিম হাসপাতালের অধ্যাপক ডা. এস এম সরওয়ারসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, এ রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডা. ইকবাল হোসেন আমানের দেওয়া ওষুধ। তবে এ বিষয়ে জানতে চাইলে দন্ত চিকিৎসক ডা. ইকবাল হোসেন আমান বলেন,“আমার কাছে চিকিৎসা নিয়েছে, তার দাঁতে রুট ক্যানেল করা হয়েছে। তবে বাকি চিকিৎসা শেষ হওয়ার আগেই সে আর আসেনি। আমার কাছে আসার আগেও সে কয়েক জায়গায় চিকিৎসা নিয়েছিল। শিক্ষার্থীর সাথে কথা বলে বিস্তারিত জানাতে পারবো।”
উক্ত বিষয়ে জানতে চাইলে বরিশাল সিভিল সার্জন ডা. মনজুর-ই-এলাহী বলেন,“আমাকে বিষয়টি কেউ জানায়নি। প্রথমবার আপনার মাধ্যমে জানলাম। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্ট এ পণ্য খালাসবাহী ট্রাকে ২৭২ কেজি সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালককে আটক...
-
মাসুদ রেজা ফয়সালঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের...
-
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৫)-এর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।সাহিত্য জাতির পুষ্টি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে অনুষ্ঠিত হলো “নারীর ক্ষমতায়ন ও বৈষয়িক যাপন” শীর্ষক গবেষণামূলক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!