ছাত্রসমাজের ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক হলেন খালেদ সুজন



মো. ইসমাইল।। 



বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রসমাজের ঢাকা মহানগর পশ্চিম শাখার নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে খালেক মাহমুদ সুজন। তার বাড়ি ভোলা সদর উপজেলায়। ২৯জুন কেন্দ্রীয় ছাত্রসমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম ও হাসিব খান রাফি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়। এতে সভাপতি হিসেবে রয়েছেন নুর আলিফ হাসান অর্পূব।



আগামী ৩০ দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।



খালেক মাহমুদ সুজন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা  ৫নং ওয়ার্ডের কৃতি সন্তান। তবে শৈশব থেকেই তার বেড়ে উঠা ঢাকার মোহাম্মদপুর এলাকায়। রাজনীতির পাশাপাশি খালেক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।



নব গঠিত কমিটিতে পদ পাওয়া প্রসঙ্গে খালেক মাহমুদ সুজন জানান. ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তরুণ প্রজন্মের কাছে একটি জনপ্রিয় নাম, সারা বাংলাদেশের তরুণরা তাকে ফলো করেন।  আমি সেই নেতার একজন ক্ষুদ্র কর্মী হতে পেরে নিজে কে ধন্য মনে করছি। আমার উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের কমিটির সভাপতি তরুণ ছাত্রনেতা নূর আলিফ হাসান অর্পূব কে সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো বিজেপি চেয়ারম্যান, আগামীর দেশ ও জাতির ভবিষ্যত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের হাত কে শক্তিশালী করতে ইনশাআল্লাহ।

এ সময় তিনি ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব হাসিব খান রাফিকে কৃতজ্ঞতা জানান।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?