শিরোনামঃ

শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি আজ বিজয়া দশমীতে


শাকিব উল হক

বরিশাল প্রতিনিধি 


শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন বিজয়া দশমী। বৃহস্পতিবার সকালে বরিশালের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হয়েছে দশমী বিহিত পূজা।

ভোর থেকেই ভক্তরা মণ্ডপগুলোতে ভিড় জমায় এবং দেবীর কাছে শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন পূজামণ্ডপে দশমী বিহিত পূজা শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও হিন্দু সম্প্রদায়ের ভক্তদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

মন্দিরগুলোতে পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান ও উলুধ্বনির মধ্য দিয়ে সম্পন্ন হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। বিকেল থেকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হবে।

এ বছর বরিশাল মহানগরীর ৪৭টি ও জেলার ৬৪০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরী ও জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?