- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১১:০৮ পিএম
আটক দুই সাংবাদিক পরিচয়দানকারীর রিমান্ড শুনানি আগামী ২ নভেম্বর
বরিশালে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঘটনায় আটক দুই সাংবাদিক পরিচয়দানকারীর রিমান্ড শুনানি হবে আগামী ২ নভেম্বর। মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালি থানার এসআই মো. নাসির বরিশালের বাহিরে থাকায় সোমবার রিমান্ড শুনানি হয়নি। যে কারণে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোঃ হাবিবুর রহমান চৌধুরী আগামী ২ নভেম্বর রিমান্ড শুনানি দিন ধার্য করেছেন।
তদন্তকারী কর্মকর্তা দুই চাঁদাবাজ সাংবাদিক মারুফ মুন্না (৩০) ও রাসেল সিকদার (৩৬) বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি বরিশাল মডেল স্কুল শিক্ষক একেএম মাজহারুল ইসলাম তৃষাণ কে জিম্মি করে পুনরায় চাঁদা নেয়ার সময় আটক হয় মুন্না ও রাসেল। অপসাংবাদিকতা প্রতিরোধে গঠিত অ্যাকশন কমিটি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় বাদি হয়ে ঘটনার দিনই গভীর রাতে (২২ অক্টোবর) বরিশাল কোতোয়ালি থানার শিক্ষক একেএম মাজহারুল ইসলাম তৃষাণ বাদি হয়ে ১৮৬০ পেলান কোড এর ৩৮৫/৩৮৬ ধারায় একটি মামলা (নং- ৬৪/২৫) দায়ের করেন।
এদিকে, অপসাংবাদিকতা রোধে সম্প্রতি বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ মূল ধারার গণমাধ্যমকর্মীদের ১৫ সংগঠনের সমন্বয়ে অ্যাকশন কমিটি গঠন করা হয়। এই কমিটি যৌথভাবে অপসাংবাদিকতার বিরুদ্ধে বিবৃতিও দিয়েছে। চলতি মাসের আগামী ২৯ ও ৩০ অক্টোবর ১৫ টি সাংবাদিক সংগঠন বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মিলিত হয়ে যৌথ সিন্ধান্ত নিবে।
এই বিভাগের আরো খবর
-
র্যালি ও আলোচনা সভায় সাংবাদিকদের মিলনমেলাবাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বহুল প্রচারিত স্থানীয় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার...
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।কার্তিকের মাঝামাঝি এসে সামনে অগ্রহায়ণে যখন কৃষকের মুখে হাসি ফোঁটার কথা, ঠিক তখনই উত্তরাঞ্চলে নেমেছে টানা...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কেক কাটা, আলোচনা সভা ও দুস্থঃ শিশুদরে মধ্যে খাবার বিতরনের মধ্য দিয়ে গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!