- প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ০৬:২৭ পিএম
গোবিপ্রবিতে সহকারী প্রক্টরকে লাঞ্ছনার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধি :
মাদকসেবীকে বাঁচাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সহকারী প্রক্টর ও কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রদলনেতার নাম জহির। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গোবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মুরাল কমপ্লেক্সের পাশে বসে মাদক সেবন করছিলেন। ওই সময় প্রক্টোরিয়াল বডির সদস্যরা সেখানে গেলে তারা পালিয়ে যায়। এসময় সহকারী প্রক্টর আরিফ একজনকে গেটের বাইরে আটক করেন এবং মাদকসেবনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। তখন ছাত্রদলের সহ-সভাপতি জহির কিছু না জেনে সেখানে এসে সহকারী প্রক্টরের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে ধাক্কা দিয়ে ওই শিক্ষার্থীকে পালিয়ে যেতে সাহায্য করেন।
সহকারী প্রক্টরকে লাঞ্ছনার বিষয়টি নিয়ে পরে প্রক্টর অফিসে উপস্থিতদের সামনে জহির বলেন, একজন শিক্ষক কিভাবে বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাইরে কাউকে হাত ধরে আটকাতে পারেন? তিনি একজন শিক্ষার্থীকে এভাবে অপমান করতে পারেন না। আমি শিক্ষার্থীর অপমান মেনে নিতে পারিনি।
ঘটনার পরে প্রক্টর দপ্তরে উপস্থিত হয়ে সকলের উদ্দেশ্যে সহকারী প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন,আমরা কয়েকজন শিক্ষার্থীকে মুরাল কমপ্লেক্সের পশ্চিম দিকে মাদকসেবনে সন্দেহ হলে আমরা সেখানে যাই। গিয়ে ধোঁয়া ও মাদকের গন্ধ পাই। পরে সেখানে উপস্থিত হলে সবাই পালিয়ে গেলে একজনকে ধরি। পরে সে জানায়, সেই মাদক সেবন করেনি। আমি তাকে জানাই, তুমি না খেলে সমস্যা নেই, প্রক্টর অফিসে গিয়ে কথা বলি। এর এক পর্যায়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে। এসময় বালুর মাঠ থেকে জহির কিছু না জেনেই এসে আমার ওপর ক্ষিপ্ত হয়। আমাকে ধাক্কা দিয়ে সে ওই ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়।
এই ঘটনায় প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব গণমাধ্যমের সঙ্গে অফিসিয়ালি কথা না বললেও উপস্থিত শিক্ষার্থীদের সামনে বলেন, ‘আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে বিষয়টি তোলা হবে। সেখানে রিজেন্ট বোর্ড সিদ্ধান্ত নেবে।’
এই বিভাগের আরো খবর
-
র্যালি ও আলোচনা সভায় সাংবাদিকদের মিলনমেলাবাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বহুল প্রচারিত স্থানীয় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার...
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।কার্তিকের মাঝামাঝি এসে সামনে অগ্রহায়ণে যখন কৃষকের মুখে হাসি ফোঁটার কথা, ঠিক তখনই উত্তরাঞ্চলে নেমেছে টানা...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কেক কাটা, আলোচনা সভা ও দুস্থঃ শিশুদরে মধ্যে খাবার বিতরনের মধ্য দিয়ে গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!