- প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ০৭:৫৯ পিএম
শিক্ষাজীবনের অবদানের স্বীকৃতি : বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত ১৯ গুণী শিক্ষককে সংবর্ধনা
আবুল বাশার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
শিক্ষাজীবনের দীর্ঘ সাধনা ও অবদানের স্বীকৃতি হিসেবে বাবুগঞ্জে সংবর্ধিত হলেন ১৯ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক।
বাবুগঞ্জ টিচার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক মো. শাহে আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেছা শিরিন। বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং টিচার্স ক্লাবের নবনির্মিত ভবন নির্মাণের অর্থদাতা,বাবুগঞ্জ দাখিল মাদ্রাসার সভাপতি জনাব আবুল কালাম আজাদ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম আ. হালিম, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট এস এম শফিউল্লাহ, বরিশাল বিএম কলেজের সহযোগী অধ্যাপক ও পিএইচডি ফেলো মো. কামরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক ও ফরিদগঞ্জ ফাজিল মাদ্রাসার সভাপতি মো. আনোয়ার হোসেন বিশ্বাস, কেদারপুর সোনারবাংলা হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সাধারণ সম্পাদক এইচএম শাহজাহান,বাবুগঞ্জ ডিগ্রী কলেজের দাতা সদস্য জনাব শামসুল আলম ফকির, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না এবং বাবুগঞ্জ টিচার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল রহিম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই আবুল কালাম আজাদ নবনির্মিত বাবুগঞ্জ টিচার্স ক্লাব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
বক্তারা বলেন,শিক্ষকরা জাতির আলোকবর্তিকা। যারা সারাজীবন শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন, তাঁদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই আয়োজন বাবুগঞ্জের শিক্ষার ইতিহাসে এক স্মরণীয় দিন হয়ে থাকবে।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!