- প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ০৭:২০ পিএম
গোপালগঞ্জে আ’লীগ ও যুবলীগের ১০ নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যেন কোনভাবেই থামছে না কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠেনের নেতাকর্মীদের পদত্যাগ।
আজ শনিবার (১০ জানুয়ারী) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে ও ডুমুরিয়া ইউনিয়নে লেবুতলা গ্রামের নিজ বাড়ীতে এবং মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে দল ও পদপদবী থেকে পদত্যাগ ঘোষনা দেন আওয়ামী লীগ ও যু্বলীগের এই ১০ নেতা।
পদত্যাগকারী নেতারা হলেন-টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক লেলিন সাহা, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাস, একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী শেখ, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সহসভাপতি মো. শরিফুল ইসলাম আমির, যুগ্ম সম্পাদক মো. নুরু শেখ, ১নং ওয়ার্ডের সহসভাপতি ওলিয়ার শেখ, বেলায়েত হোসেন, সদস্য জাফর মুন্সী, খাইরুল মুন্সী ও হিলাল কাজী।
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক লেলিন সাহা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলাম। তবে বর্তমানে ব্যবসায়ীক ও শারীরিক অসুস্থতার কারনে যুবলীগসহ সকল পদপদবী থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠনের কায্যক্রমের সাথে যুক্ত থাকবো না।
অপরদিকে, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাসে বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগকারী অপর দুই নেতা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে আমাদের অজান্তে কে বা কারা পদে রেখেছিল তা জানি না। কারন আমরা কখনো আওয়ামী লীগের রাজনীতি করতাম না। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। আগামীতেও কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হবো না বলেও অঙ্গীকার করলাম।
অন্যদিকে, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ১০ নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সহসভাপতি মো. শরিফুল ইসলাম আমির বলেন, আমরা মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে বিভিন্ন দায়িত্বে ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায়, স্বজ্ঞানে আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোন সম্পর্ক নেই। আমরা আর কখনো রাজনীতির করবো না। #
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।কেশবপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান। বর্তমানে তিনি...
-
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা :পরিবেশের জন্য হুমকিস্বরূপ লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) সকালে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!