- প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ১১:৩৩ পিএম
মহান বিজয় দিবসে বিআরইউ তে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী
১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে মুক্তিযুদ্ধের তথ্য, দলিলপত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দুপুর ১২ টায়, প্রদর্শনীর উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা, অনুষ্ঠানের প্রধান অতিথি মজিবর রহমান সরোয়ার।
এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলকে সামরিক সম্মানসূচক পদক দেওয়া হয়নি। এটি তার প্রতি বৈষম্য করা হয়েছে। আমরা তাকে বীর উত্তম খেতাবে ভূষিত তো করার জন্য দাবি জানাই। বরিশাল রিপোর্টার্স ইউনিটির এই ধরনের প্রদর্শনী, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনায় ভূমিকা রাখবে।
বিআরইউ’র ২১তম প্রদর্শনীতে, তিন শতাধিক বই ছাড়াও, দুই শতাধিক মুক্তিযুদ্ধের আলোকচিত্র, মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সাইক্লোস্টাইল মেশিন, রেডিও, পাকিস্তানি বাহিনীর শেল, ডামি রাইফেল, বাংলাদেশের প্রথম সংবিধান সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য, উপস্থাপিত হয়। প্রদর্শনের সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা, বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপন বলেন, মুক্তিযুদ্ধের তথ্য দলিল পত্রের প্রদর্শনীর মাধ্যমে, সঠিক তথ্য, উত্তর প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এমএ জি কবির ভুলু কান্না জড়িত কণ্ঠে বলেন, প্রদর্শনীতে আসলে আমার কান্না পেয়ে যায় -মনে পড়ে যায় সেই দিনের কথা, সে নির্মম অত্যাচারের ভয়াবহতা আজও ভুলতে পারিনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিআরইউ সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষ প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
বরিশাল প্রতিনিধি :বরিশাল নগরীর ফকির বাড়ী রোডে অবস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী মডেল...
-
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর...
-
সোহাগ হাওলাদার, বরগুনা:নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বরগুনার পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বরগুনা-২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!