সহায়তা থেকে কোন মৎস্যজীবীকে বাদ দেওয়া যাবে না

কোন মৎস্যজীবীকে বাদ দেওয়া হবে না: ডিএসএস সহায়তা কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্ত করুন শীর্ষক মতবিনিময় সভা বরিশালে অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল সমাজসেবা অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম. আখতারুজ্জামান তালুকদার।

রিপোর্ট একাত্তর ডটকমের হেড অফ করেসপন্ডেন্ট সাইদুর রহমান পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাত পারভেজ ও সাস’র নির্বাহী পরিচালক রাশেদ খান।

স্বাগত বক্তব্য রাখেন এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন এব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মান্থা কমিউনিটি প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস। 


এ সময় জেলে নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃতি দাবী করেছেন। তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা, বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবী জানান। তারা আরো বলেন, আমাদের জীবিকার নিরাপত্তা চাই। মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড়, অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই তারা বিকল্প পেশার দাবী জানিয়েছেন।

সভায় আরো উপস্থিত ছিলেন চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির মোহম্মদ আলী জীবন, শামিয়া আলী, রিপোর্ট একাত্তর ডটকমের লিড কনটেন্ড গৌরব কর্মকার, সামাজিক উন্নয়ন সংস্থা’র অ্যাডভোকেসি স্পেসালিস্ট মো: সাহফুর বকতিয়ার, চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড ফ্যাসিলেটেটর নিপা রানী ও আসমানি পারভিন। জেলে নারীদের সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা এবং অগ্রাধিকার দিয়ে আলোচনা করা হয় এই সভায়।

নারী জেলেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এর সহোযোগিতায় এবং দি ইউরোপিয়ান ইউনিয়ন’র অর্থায়নে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিপোর্ট একাত্তর ডটকম এবং সামাজিক উন্নয়ন সংস্থা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?