শিরোনামঃ

অনগ্রসর শ্রেণী  হিসেবে প্রথমবারের মতো মান্তা সম্প্রদায়ের নাম  সমাজসেবা  বিভাগের  ভাতায় অন্তর্ভুক্ত হয়েছে।





নিজস্ব প্রতিবেদক


অনগ্রসর শ্রেণী  হিসেবে প্রথমবারের মতো মান্তা সম্প্রদায়ের নাম  সমাজসেবা  বিভাগের  ভাতায় অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করেছে সমাজসেবা বিভাগ।


বৃহস্পতিবার দুপুরে, বরিশাল সদর উপজেলা মিলনায়তনে 'কমিউনিটি পর্যায়ে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিস্থিতি ও চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনা সভায় সমাজ সেবা বিভাগের উপ পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার  এ কথা বলেন।


 বক্তারা বরিশাল বিভাগের, প্রবীন নাগরিকের সংখ্যার তুলনায়, তাদের সুযোগ-সুবিধা অপ্রতুল রয়েছে। এসব সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য, সরকারি ও বেসরকারী পর্যায়ে সবাইকে এগিয়ে আসার  আহ্বান।


অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসিকান্ত হাজং বলেন, প্রবীর নাগরিক ও প্রতিবন্ধীরা সমাজের অবহেলা শিকার -তাদের উপরে, রাষ্ট্রীয় ব্যক্তি পর্যায়ে সহযোগিতা ব্যতিত একটি মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গড়ে উঠবে না -আমাদের সমাজের অবহেলিত ও ঝুঁকিপূর্ণ এই অংশের কথা চিন্তা করতে হবে।


বিশেষ অতিথির বক্তব্যে, সমাজসেবা বিভাগ বরিশাল এর উপ পরিচালক, এ কে এম আখতারুজ্জামান তালুকদার বলেন,


অনগ্রসর সম্প্রদায়ের মধ্যে বরিশাল অঞ্চলে, মানতা সম্প্রদায়ের নাম এই প্রথম ভাতার জন্য সমাজসেবায় অন্তর্ভুক্ত হয়েছে, এর ফলে তাদের সমাজসেবা বিভাগের ভাতার আওতাভুক্ত  করা হয়েছে । ইতিমধ্যে সত্তর জন, মানতা সম্প্রদায়ের জনগোষ্ঠী, প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছেন।

১২৭ রকমের ভাতার মধ্যে, ২৮টি সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান করে সমাজসেবা বিভাগ।

এর আওতায়, বরিশাল জেলায়, প্রবীন নাগরিকের সংখ্যা ২.৩৮ লাখ,এর মধ্যে ১ লাখ ৩২ হাজার ৫৮৩ জন কে ৬৫০ টাকা হারে  ৮৫.১৭ কোটি টাকা বয়স্ক ভাতা দেয়া হচ্ছে।

অন্যদিকে জেলায়,৬৬ হাজার ২৪২ জনকে ৯০০ টাকা হারে, প্রায় ৬০ কোটি টাকা  প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে।জনসংখ্যায় প্রতিবন্ধীদের হার এখানে পাঁচ ভাগ পর্যন্ত।

সমাজসেবা বিভাগ সূত্রে জানা যায়, বরিশাল বিভাগে ৯৩.২৫ লক্ষ  লোক সংখ্যার মধ্যে, সরকারি পর্যায়ে এই মুহূর্তে কোন বৃদ্ধাশ্রম নেই। তবে নগরীর আমতলীতে বিভাগীয় পর্যায়ে  বৃদ্ধাশ্রম(শান্তি নিবাস)  নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে, আগামী জুলাই মাসে নির্মাণ কাজ শেষ হলে, ২৫ সজ্জা বিশিষ্ট  প্রবীণ  বৃদ্ধ নিবাস টি,জনসাধারণের জন্য  খুলে দেয়া হবে।

সমাজ সেবা বিভাগের মতে বরিশাল বিভাগে অন্তত দুইটি বেসরকারি পর্যায়ে বৃদ্ধ নিবাস রয়েছে,যেখানে সর্বোচ্চ দুই শতাধিক প্রবীনদের আবাসিক সুবিধা দেয়া সম্ভব।

শেখ জহির উদ্দিন, শহর সমাজসেবা বিভাগ, বরিশাল জানান প্রবীণ বৃদ্ধ নিবাস এর চাহিদা থাকলেও সরকারি ও বেসরকারি পর্যায়ে এর সুযোগ সুবিধা এখনো তেমন গড়ে ওঠেনি।আমরা আহ্বান জানাই  নাগরিকদের , এই সুযোগ-সুবিধা গড়ে তোলার জন্য।

কারিতাস বাংলাদেশের আয়োজনে, এ সভায় আঞ্চলিক পরিচালক, ফ্রান্সিস ব্যাপারী জানান, প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের, সুযোগ-সুবিধা বৃদ্ধি, তাদের বিনোদন, ও সহায়তা দিতে, বরিশাল সদর উপজেলার কড়াপুর,  আগৈলঝাড়া উপজেলার গৈলা, গৌরনদী উপজেলার মহিলারায় তিনটি কেন্দ্রের ৪০০০ নাগরিককে, হুইল চেয়ার সহ, প্রবীনদের বিনোদন ও স্বাস্থ্য সুরক্ষায় কর্মসূচি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের লিখিত প্রবন্ধ পাঠ করেন, কারিতাস কর্মকর্তা মিস্টার পল রায়, লিখিত প্রবন্ধের উপরে আলোচনা করেন, সরকারি ব্রজমোহন কলেজের, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড.জাহাঙ্গীর কবির।

সদর উপজেলা নির্বাহী অফিসার মাঞ্জুরা মুশাররফ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোডেক ম্যানেজার হিমানুর নাহার বিথী,সাংবাদিক সুশান্ত ঘোষ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?