শিরোনামঃ

মান্তা সম্প্রদায়ের নৌবহরে চারুকলার বরিশালের আর্ট ক্যাম্প

গৌরব কর্মকার,বরিশাল 

জলে ভাসা মানতা সম্প্রদায়ের,জীবনযাত্রা, শিশুদের চিত্রকলায় তুলে ধরার লক্ষ্যে  চারুকলা বরিশালের, আয়োজনে একদিনের আর্ট ক্যাম্প শুক্রবারে  অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আর্ট ক্যাম্প, বরিশাল সদর উপজেলার, লাহারহাট এলাকার মানতা সম্প্রদায়ের, ভাসমান বহরে অনুষ্ঠিত হয়। চারুকলা বরিশালের, ১২ জন শিল্পী এই আর্ট ক্যাম্পে অংশ নেয়। তারা মানতা সম্প্রদায়ের ভাসমান নৌবহরের ও  তাদের নৌকায় বসবাসের জীবন চিত্র, জলরঙ এ ফুটিয়ে তোলে। আর্ট ক্যাম্পে, আঁকা ছবিগুলো নিয়ে, ২৯ ডিসেম্বর 'ভাসমান জীবন ' শীর্ষক এক প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, আর্ট ক্যাম্পের পরিচালক, শিল্পী তাপস কর্মকার। 

তিনি জানান, শিশুরা যাতে বাইরে প্রকৃতিকে দেখতে পারে একই সাথে তারা যেন প্রান্তিক সম্প্রদায়ের জীবন ধারণ ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে সে লক্ষ্যে এই আর্ট  ক্যাম্প  অনুষ্ঠিত হয়। 

পরীক্ষা শেষে, শিশুদেরকে বরিশালের নদী খালের প্রাকৃতিক পরিবেশকে তুলে ধরতে , বরিশাল থেকে লোকাল লঞ্চে লাহারহাট নেমে, সেখানে অবস্থিত,মানতা সম্প্রদায়ের  নৌবহরে গিয়ে ছবি আঁকা হয়েছে। শিশুরা অত্যন্ত আনন্দ পেয়েছে। আমরা সারা বছর শিশুদের এই আনন্দ দিতে চাই। 



আরেক শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান কারী অনিক দে জানান, শিশুদেরকে বাইরের জগতের সাথে পরিচয়  পরিচয় করে দেয়ার জন্যই এই আয়োজনটি ছিল। আমিও এই আয়োজনটি  মিস করিনি। ওদের সাথে এঁকেছি - মানতা সম্প্রদায়ের নৌকার সংসার। আমার আগে জানা ছিল না, এদের জন্ম নৌকাতে, এরা নৌকাতেই বসবাস করে, মৃত্যুও হয় নৌকায় । এখানে এই আর্ট ক্যাম্পে এসে আমি দারুণভাবে উপভোগ করেছি। 

চারুকলা বরিশালের সাধারণ সম্পাদক গৌরব কর্মকার জানান, চারুকলা বরিশাল বছরে অন্তত তিনটি আর্ট ক্যাম্পের আয়োজন করে থাকে। ইতিপূর্বে আমরা লাকুটিয়া জমিদার বাড়িতে আর্ট ক্যাম্প করেছি। এর মাধ্যমে শিশুদেরকে এই দেশ সম্পর্কে, দেশের প্রকৃতি ও জনজীবন সম্পর্কে আমরা ধারণা দিতে চাই, যাতে করে ওরা আগামী দিনে, সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। 

তিনি জানান আমরা শুধুমাত্র ছবি আকিনি, মান্তা নারী পুরুষ শিশুদের সাথে আনন্দময় সময় কাটিয়েছি। তাদের সাথে আমাদের শিশুদের পরিচয় করে দিয়েছি। শিশুরা অবাক হয়েছে। এখানে মানতা সম্প্রদায়ের সরদার জসিম উদ্দিন জানান, শিশুদের সাথে আমাদের শিশুরা দারুণভাবে সময় কাটিয়েছে। এই ভালোবাসায় আমরা অভিভূত।

জেলা   সমাজসেবা বিভাগের মতে,বরিশাল জেলায় অন্তত ৩/৪ হাজার মানতা সম্প্রদায়ের মানুষ বসবাস করে থাকে। এরা নদীতে নৌকায়, জাল বরশি দিয়ে  মাছ ধরে থাকে। সাম্প্রতিক সময়ে, মানতা সম্প্রদায়কে সমাজসেবা বিভাগ, ভাতার জন্য তালিকাভুক্ত করে বলে জানিয়েছেন জেলা সমাজসেবা অফিসার একেএম আখতারুজ্জামান তালুকদার।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?