বরিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় বিদায়ী জেলা প্রশাসককের

বরিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেণ বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। রবিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, বরিশালের প্রধান সমস্যা কর্মসংস্থান। এটি নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হতো। তিনি বলেন বরিশালের কর্মসংস্থানের জন্য আমি ইতিমধ্যে বরিশালে একটি ইপিজেডে স্থাপনের জন্য প্রস্তাব দিয়ে রেখেছি-পরবর্তীতে যিনি জেলা প্রশাসক হয়ে আসবেন, তিনি এটিকে এগিয়ে নিয়ে যাবেন। এ সময় বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে স্মারক সম্মাননা তুলে দেন সংগঠনটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাবেক সভাপতি নাছিম উল আলমসহ অনান্যরা। জেলা প্রশাসক বলেন, আমি চোদ্দ মাস চার দিন হয় বরিশালে এসেছি। কিছু কাজ করতে পেরেছি, কিছু কাজ করতে পারেনি। তবে আমার চেষ্টা ছিল। এ সময় আমার যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। তিনি আরো বলেন, একটি কঠিন সময় আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম। সে সময়, বিষয়গুলি নিয়ে কার সাথে কথা বলবো এনিয়ে অনেক দ্বিধা ছিল। আপনাদের সাথে আমি সবসময় বসতে পারিনি তারপরেও আমি আপনাদের সহযোগিতা পেয়েছি। বরিশাল বাসীর মন অনেক বড়। আপনাদের যা দিয়েছি তার চেয়ে বেশি আপনারা ফিরিয়ে দিয়েছেন। নৌ উপদেষ্টার স্টিমারে আসার আমন্ত্রণ জানিয়েছেন আবার হয়তো স্টিমারে বরিশালে আসবো আপনাদের সাথে দেখা হবে বলেন তিনি। জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সম্পাদক মিথুন সাহা সহ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?