- প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ০৯:১৬ পিএম
দলের বাইরে গেলে কঠোর শাস্তির হুঁশিয়ারি বিএনপির
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে ভিপি নুরুল হক নুর
দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ ব্যক্তিগত অবস্থান নিলে কঠোর থেকে কঠিনতর শাস্তির মুখে পড়তে হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গলাচিপায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কঠোর বার্তা দেন।
পটুয়াখালীর গলাচিপায় বিএনপির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দলের শৃঙ্খলা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে কঠোর বক্তব্য দেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিগত অবস্থান নেওয়া কিংবা দলের চেয়ারপারসনের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে দলের পক্ষ থেকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে।
তিনি বলেন, পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে দলের দায়িত্বশীলদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে দলের পক্ষ থেকে কোনো প্রার্থী না দেওয়ার পেছনে রাজনৈতিক বাস্তবতা ও কৌশল রয়েছে, যা নেতাকর্মীদের অনুধাবন করা উচিত। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী এ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী প্রতীকের পক্ষে কাজ করতে হবে।
বিলকিস জাহান শিরিন বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পরও গলাচিপায় বিএনপির অভ্যন্তরীণ বিভাজন দুঃখজনক। তিনি মন্তব্য করেন, দলীয় ঐক্য না থাকলে দল ক্ষতিগ্রস্ত হবে এবং এর দায় কেউ এড়াতে পারবে না। তাই সকল মতভেদ ভুলে নির্বাচনের মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ভিপি নুরুল হক নুর বলেন, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তার কোনো বিরোধ নেই এবং ভবিষ্যতেও প্রতিহিংসার রাজনীতি তিনি করতে চান না। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়েই তিনি এলাকায় কাজ করবেন এবং কাউকে বঞ্চিত করা হবে না। বিভ্রান্তিতে না পড়ে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এই আলোচনা সভাটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে আয়োজন করা হয়। শনিবার রাত ৮টার দিকে গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সেনাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া এবং যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।কেশবপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান। বর্তমানে তিনি...
-
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা :পরিবেশের জন্য হুমকিস্বরূপ লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) সকালে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!