শিরোনামঃ

ভোলার চরফ্যাশনে হাড়কাঁপানো শীত  বেঁড়িবাধে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ


কামরুল সিকদার ভোলা প্রতিনিধি॥

 ভোলার চরফ্যাশনে হাড় কাঁপানো তীব্র শীত থেকে একটু স্বস্তিদিতে দুঃস্থ-অসহায় কওমী মাদ্রাসার শিক্ষার্থী ও বেঁড়িবাধের ছিন্নমূল গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০টা দুলারহাট থানার বেঁড়িবাধ গাছিরখাল লঞ্চঘাট, বাবুহাট লঞ্চঘাট ও নীলকমলসহ বেশ কয়েকটি কওমী মাদ্রাসার অসহায় ছাত্রদের মাঝে ইউনাইটেড কমার্শিয়াল(ইউসিবি)ব্যাংক ভোলার চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এসব কম্বল বিতারণ করা হয়। ইউসিবি ব্যাংক ক্যাশ ইনচার্জ মোঃ কামাল হোসেন ও ব্রাঞ্চ সেকেন্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম  বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও ইউসিবি ব্যাংক ৫টি কওমী মাদ্রাসা ও অসহায় দুস্থদের মাঝে প্রায় ৫শ’ কম্বল বিতরণ করা হয়েছে। দুস্থদেরকে শীতবস্ত্র দিয়ে ইউসিবি ব্যাংকের ভবিষ্যৎ আরো উজ্জল কামনা করছেন।এছাড়াও বিতরণ অনুষ্ঠানে ইউসিবি ব্যাংকের অফিসার রনিসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?