শিরোনামঃ

রাঙ্গাবালী ও কলাপাড়ায় এবিএম মোশারফ এর বিকল্প নেই বললেন - গাজী স্বপন

                সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি  পটুয়াখালীর রাঙ্গাবালী ও কলাপাড়ায় এবিএম মোশারফ এর বিকল্প নেই। তিনি দীর্ঘ ১৭  বছর  রাঙ্গাবালী ও  কলাপাড়া উপজেলায়  নির্যাতিত বিএনপি'র পাশে ছিলেন। কেন্দ্রীয় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের বিশ্বস্ত কর্মী  কেন্দ্রীয়   বিএনপি নেতা  এবিএম মোশারফ ভাইকে ধানের শীষে রাঙ্গাবালী কলাপাড়ায় জনসাধারণ মানুষের  ভাগ্য পরিবর্তন করে কাজ করার সুযোগ  দিন । বললেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি  সংসদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চালিতাবুনিয়া ইউনিয়নের বিএনপি নেতা জনসাধারণের বন্ধু  গত ১৭ বছরের  বিএনপি নির্যাতিত সৈনিক মোঃ স্বপন গাজী। তিনি আরো বলেন, এবিএম মোশারফ ভাই বিকল্প নেতা রাঙ্গাবালী উপজেলা ও কলাপাড়া উপজেলায় নেই। কিছু দুষ্কৃতিকারী মোশারফ ভাইকে ফেসবুকে আজেবাজে কথা লিখে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই,  আপনার সঠিক পথে আসেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?