শিরোনামঃ

গোপালগঞ্জ-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।


প্রাথমিক যাচাই-বাছাই এ মনোনয়ন পত্র বাতিল হলে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়া।


শনিবার (১০ জানুয়ারী) আপিল নিষ্পত্তির শুনানির প্রথম দিনেই তিনি মনোনয়ন ফিরে পান। এতে কামরুজ্জামান ভুইয়ার নির্বাচনে অংশগ্রহণ করতে আর বাধা রইল না।


এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ঠিক নেই অভিযোগ এনে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফ উজ জামান। এরপরই তিনি ইসিতে আপিলের ঘোষণা দিয়েছিলেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?