শিরোনামঃ

পটুয়াখালী জেলা প্রেসক্লাব'র নির্বাচন ২০ সেপ্টেম্বর


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ আগামী ২০ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা প্রেসক্লাব এর দুই বছর মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন।


এ নির্বাচনে ১২ টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দী করলেও সভাপতি, দপ্তর সম্পাদক ও পাঁচটি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দীতায় অনানুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু জানিয়েছেন।


 বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হলেন- সভাপতি পদে মোঃ মশিউর রহমান, দপ্তর সম্পাদক পদে পারভেজ মাহমুদ ও ৫ টি সদস্য পদে ইনামুর রহমান, মোসাঃ রুনু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাসান ও মোঃ রাসেল হাওলাদার।


উক্ত নির্বাচনে বাকি সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক ও অর্থ সম্পাদক পদের  প্রতিদ্বন্দী ১২ জন প্রার্থীরা হয়েছেন- সহ-সভাপতি পদে দুই প্রার্থী মোঃ রফিকুল ইসলাম( গোলাপ ফুল) ও মোঃ রাসিদ উদ্দিন(সূর্যমুখী ফুল), সাধারন সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দী  প্রার্থী- এম নাজিম উদ্দিন( হাতি), এ.জেড.এম উজ্জল(ঘোড়া) ও রিয়াজুর রহমান(হরিণ), সহ সাধারন সম্পাদক পদে ২ জন হলেন- মোঃ কামরুজ্জামান রিপন(হাঁস) ও মোঃ মামুন হোসাইন( মোরগ), সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন - মোঃ নেছার উদ্দিন(হেরিকেন), কে এম মাসুদ মিয়া( বাজপাখী) ও মোঃ মজিবর হাওলাদার মাসুদ(ফুটবল), অর্থ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দী প্রার্থী হলেন- মোঃ আবদুর রহিম(মটর সাইকেল) ও মেঃ মাহবুবুর রহমান(রিক্সা)।


উল্লেখ্য, ২০১৮ সালে মোঃ মশিউর রহমানের নেতৃত্বে জেলা প্রেসক্লাব পটুয়াখালী স্থাপিত হয়। বর্তমানে জেলা প্রেসক্লাব পটুয়াখালী ফায়ার সার্ভিস সড়কে অস্থায়ী কার্যালয় রয়েছে। ২০ সেপ্টম্বর এ ক্লাবেই বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন হবে। এ ক্লাবের ৫০ জন সদস্য ভোটার রয়েছে। 


সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ৩ সদস্য বিশিস্ট গঠিত নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন মোঃ জামাল আকন ও সঞ্জিব দাস। 


সুষ্ঠুভাবে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?