খেয়ালী পরিবারের গভীর শোক প্রকাশ

খেয়ালী গ্রুপ থিয়েটার সভাপতি মন্ডলী সদস্য , সংস্কৃতি জন আলতাফ হোসেন এর মাতা আনোয়ারা বেগম (৯০) এর মৃত্যুতে খেয়ালী পরিবার গভীর শোক প্রকাশ করছে । গত ৩ রা জুলাই বিকেলে, কাউনিয়া মনোরমা বসু মাসিমা সড়কে  (ব্রাঞ্চ রোড), নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে  তিনি 

মৃত্যুবরণ করেন। কাউনিয়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন মসজিদের সামনে, তার জানাজা শেষে, রাতেই  মুসলিম গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। 

খেয়ালী গ্রুপ থিয়েটার এর সভাপতি সিরাজুম মুনির টিটু, সভাপতি মন্ডলির সদস্য এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সভাপতি মন্ডিলর সদস্য টুনু কর্মকার, সাবেক সাধারণ সম্পাদক সারতিজ রিদোয়ান অয়ন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্জিত সমদ্দার , সাংগঠনিক সম্পাদক অভিষেক চক্রবর্তী এবং খেয়ালী গ্রুপ থিয়েটার এর সদস্য সাংবাদিক সাইদ পান্থসহ সকল সদস্যবৃন্দ, মরহুমার মৃত্যুতে, শোক-সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?