ইন্দুরকানীতে জলবায়ু পরিবর্তন সচেতনতায় বৃক্ষরোপন কর্মসূচী


মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধি ঃ



পিরোজপুরের ইন্দুরকানীতে জলবায়ু পরিবর্তন সচেতনতায় বৃক্ষরোপন করেন কলারণ চন্ডিপুর আদর্শ মাশ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার ৩ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার শীল ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এ কর্মসূচীতে অংশগ্রহন করেন। 


এ সময় একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধী গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের সভাকক্ষে জলবাযূ পরিবর্তনে বৃক্ষরোপন কর্মসূচীর বিষয়ে আলোচনা করেন। 


আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক সন্তোষ কুমার শীল, সহকারী শিক্ষক জাকির হোসেন, ইলিয়াছ হোসেন প্রমুখ। আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনে সবুজ বনায়ন ও বৃক্ষরোপনের গুরুত্ব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করেন এবং সকল ছাত্র-ছাত্রীদের বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?