- প্রকাশিত: ২৯ জুন ২০২৫ ০২:০৯ পিএম
হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কিক অফ মিটিং অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, বরিশাল
হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে এ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজরা কমিউনিটি শীর্ষক কিক-অফ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) সকাল ১০টায় বরিশাল ক্লাবের গোলাম মাওলা কনভেনশন হলে আত্ম সাহায্য কর্মসূচি'র আয়োজনে এ মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। উদ্বোধক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান। সভাপতিত্ব করেন আত্ম সাহায্য কর্মসূচি'র প্রকল্প পরিচালক ও দৈনিক মতবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক বিপ্লব রায়।
অনুষ্ঠানে বক্তারা হিজড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার দাবি জানান। তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে বৈষম্য দূর করতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুরাদ আহমেদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।
আরো উপস্থিত ছিলেন, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম, বাসদ নেত্রী মনিষা চক্রবর্তী, আত্ম সাহায্য কর্মসূচি'র নির্বাহী পরিচালক হোসনে আরা হক, প্রকল্পের একাউটেন্টে কর্মকর্তা বাহাউদ্দিন আহমেদ, প্রকল্প কর্মকর্তা রিপন চাক, সাংবাদিক হুমায়ূন কবির, জসিম উদ্দিন, ফেরদাউস সোহাগ, আব্দুর রাজ্জাক, গোপাল সরকার, শাহিন হাসান, ইমরান সিকদার সালাউদ্দিন, শাওন খান, মুসফিক সৌরভ, পারভেজ রাসেল, এমন মোফাজ্জল, জুয়েল, ফসিউল ইসলাম বাচ্চু, অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএইচপি'র প্রোজেক্ট ম্যানেজার মর্তুজা জুয়েল। এছাড়া হিজড়া প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতা, মানবধিকার কর্মী, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আত্ম-সহায়তা কর্মসূচি প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রি প্রেস আনলিমিটেড এর সহায়তায় এবং ARTICLE 19-এর তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!