- প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ০৩:৩১ পিএম
গৌরনদীর বহুল আলোচিত দুই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটিত হয়নি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে বহুল আলোচিত দুইটি হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এরমধ্যে হত্যাকান্ডের শিকার যুবক মামুন রাঢ়ী উপজেলার বাটাজোর বন্দর থেকে নিজের ইজিবাইক সহ নিখোঁজ হয়েছিলেন। সে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের আব্দুস সালাম রাঢ়ীর ছেলে ছিলো। এছাড়াও হত্যাকান্ডের শিকার পয়ত্রিশোর্ধ অজ্ঞাতনামা অপর যুবকের পরিচয় গত ১৫ মাসেও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
হত্যাকান্ডের শিকার যুবক মামুনের স্বজনরা জানিয়েছেন, ২০২০ সালের ১৯ আগস্ট রাতে গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর থেকে নিজের ইজিবাইকসহ নিখোঁজ হয় যুবক মামুন রাঢ়ী। নিখোঁজের সাতদিন পর (২৬ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী বার্থী বাজার সংলগ্ন খালের মধ্যে ভেসে ওঠে মামুনের মুখ থেতলানো গলাকাটা ক্ষতবিক্ষত লাশ। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের পিতা আব্দুস সালাম রাঢ়ী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শুরুতেই গৌরনদী মডেল থানা পুলিশ মামলাটি তদন্ত শুরু করেন। পরবর্তীতে থানা পুলিশ হত্যার কোন ক্লু-উ˜্ঘাটন করতে না পারায় বাদি মামলাটি পিবিআইকে তদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য জেলা সিআইডিকে নির্দেশ দিয়েছেন। কয়েকদফা সিআইডি’র কর্মকর্তারা ঘটনাস্থলসহ নিহতের নিজ গ্রাম পরিদর্শন করে সন্দেহভাজন একাধিক ব্যক্তির সাথে কথা বলেছেন। তবে ঘটনার ৫ বছর অতিবাহিত হলেও অদ্যবর্ধি হত্যাকান্ডের কোন ক্লু-উদঘাটন, নিহতের ব্যবহৃত ইজিবাইক উদ্ধার কিংবা কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেননি আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন হত্যাকান্ডের শিকার যুবক মামুনের স্বজনরা।
অপরদিকে ২০২৪ সালের ২০ জুলাই সকাল নয়টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মো. গোলাম নবি হাওলাদারের পাট ক্ষেতের আইলে এক ব্যক্তির (পুরুষের) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরবর্তীতে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশের গায়ে নেভী বøæ রংয়ের একটি টি-শার্ট ও পড়নে জলপাই রংয়ের একটি গ্যাভাডিং প্যান্ট ছিলো। লাশের গায়ের রং কালো, উচ্চতা- ৫ ফুট, কোকড়ানো দাড়ি, মোচ ও চুল, মুখমন্ডল লম্বাটে ও নাক ছোট। লাশটি ফুলে শরীরের বিভিন্ন স্থানে ফোসকা ও পছন ধরেছে। লাশের দুই পায়ের হাটুর নিচে গোড়ালির উপরে মাংসপেশি বিচ্ছিন অবস্থায় দেখা যায়। সে সময় পুলিশের ধারনা ছিলো কোন অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা ২০২৪ সালের ১৭ জুলাই থেকে ২০ জুলাই মাসের যে কোন সময়ে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ গুম করার জন্য ওই পাট ক্ষেতের আইলের উপর ফেলে রেখে গিয়েছে।
মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম জানিয়েছেন, উপজেলার খাঞ্জাপুর গ্রামের চৌকিদার মো. মাহবুব মৃধা বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে লাশ উদ্ধারের দিন রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে মেডিকেল পরীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, ১৫ মাস পেরিয়ে গেলেও আমরা এখন পর্যন্ত অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। লাশের পরিচয় না পাওয়ায় হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে না। যে কারনে হত্যাকারীরা পার পেয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্ট এ পণ্য খালাসবাহী ট্রাকে ২৭২ কেজি সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালককে আটক...
-
মাসুদ রেজা ফয়সালঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের...
-
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৫)-এর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।সাহিত্য জাতির পুষ্টি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে অনুষ্ঠিত হলো “নারীর ক্ষমতায়ন ও বৈষয়িক যাপন” শীর্ষক গবেষণামূলক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!