শিরোনামঃ

গোপালগঞ্জে মাইক্রোবাসের কৃষক নিহত



স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাইক্রোবাসের চাপায় পরেশ বালা (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।


আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।


গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত কৃষক পরেশ বালা গোপালগঞ্জ সদর উপজেলার আড়ুয়া কংশুর গ্রামের মৃত রপচাদ বালার ছেলে।


ওসি মির মো: সাজেদুর রহমান জানান, সকালে কংশুর বাসস্ট্যান্ড এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন কৃষক পরেশ। এসময় দ্রুতগামী একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।


পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরষ করে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?