- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ০৮:১৯ পিএম
ইনডোর প্লান্ট দিয়ে নবীনদের বরণ করল যবিপ্রবি ডিবেট ক্লাব
যবিপ্রবি প্রতিনিধি:
ইনডোর প্লান্ট দিয়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডিবেট ক্লাব।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় যবিপ্রবির কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়। নবীনদের বরণ করে নিতে ২০০ সদস্যকে স্পাইডার জাতের ইনডোর প্লান্ট উপহার দেওয়া হয়—যা বায়ু বিশুদ্ধকরণে সহায়ক হিসেবে পরিচিত। পরে বিকাল পাঁচটা থেকে শুরু হয় বর্ণিল সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির ডিন’স কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলি বলেন, “ডিবেট শুধু প্রতিযোগিতা নয়; এটি চিন্তা, বুদ্ধি ও সৃজনশীলতার বিকাশের কেন্দ্রবিন্দু। ডিবেট আমাদের শেখায় বিপক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া ও তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে। তোমরা যারা নবীন সদস্য হিসেবে যোগ দিচ্ছো, তারা সম্ভাবনা ও মনন বিকাশের এক অনন্য যাত্রার অংশ হতে চলেছো। ডিবেট ক্লাব তোমাদের মধ্যে সৎ সাহস ও সত্য প্রকাশের অদম্য প্রেরণা জোগাবে।”
সমাপনী বক্তব্যে ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব হোসাইন নবীনদের উদ্দেশে বলেন, “তোমরা যারা আজ সামনে বসে আছো, তারাই একদিন ক্লাবের জন্য গৌরব বয়ে আনবে। আজ তোমাদের হাতে ফুল নয়, গাছ তুলে দিচ্ছি—পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেদিকে আমাদের নজর দিতে হবে। ডিবেট ক্লাবের প্রত্যেক সদস্য সকল অন্যায়ের বিরুদ্ধে নিজেদের কণ্ঠস্বর উঁচু করে তুলে ধরবে। সৎ সাহস নিয়ে যুক্তিবৃত্তিক কথা বলে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নওশিন আমিন শেখ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও যবিপ্রবি ডিবেট ক্লাবের অ্যালামনাই আসিফ আবদুল্লাহ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আশরাফুল আলমসহ ডিবেট ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্ট এ পণ্য খালাসবাহী ট্রাকে ২৭২ কেজি সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালককে আটক...
-
মাসুদ রেজা ফয়সালঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের...
-
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৫)-এর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।সাহিত্য জাতির পুষ্টি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে অনুষ্ঠিত হলো “নারীর ক্ষমতায়ন ও বৈষয়িক যাপন” শীর্ষক গবেষণামূলক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!