শিরোনামঃ

গোপালগঞ্জে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। “বিবেক স্বেচ্ছাসেবী” সংগঠনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।


আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সামনে শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন “বিবেক স্বেচ্ছাসেবী” সংগঠনের সদস্যরা।


কম্বল নিতে আসা সুবিধাভোগী সুলতানা বেগম বলেন, প্রচন্ড শীত পড়ছে। গরম কাপড় না থাকায় কষ্ট হচ্ছিল। এইখান থেকে কম্বল দিলো এখন রাতে ভালমত ঘুমাইতে পারবো।


“বিবেক স্বেচ্ছাসেবী” সংগঠনের সদস্য ফাহিম চৌধুরী বলেন, জেলায় কয়েকদিন ধরে প্রচন্ড শীত পড়েছে। এতে আসহায় মানুষেরা কষ্ট পোহাচ্ছে। তাদের কষ্ট কিছুটা লঘবে আমরা কম্বল বিতরণ করলাম।


“বিবেক স্বেচ্ছাসেবী” সংগঠনের তত্বাবধায়ক মো: রিয়াদুর রহমান বলেন, শীত এলেই ছিন্নমুল মানুষেরা গরম কাপড়ের অভাবে কষ্ট পায়। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। শীতের কষ্ট লাঘবে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে সেই সাথে বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানাই। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?