- প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬ ০৫:৪৫ পিএম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোক প্রকাশের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (পহেলা জানুয়ারি) সকাল থেকে উপজেলার সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
সকাল থেকেই ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট, পত্তাশী, ঘোষেরহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজারে দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। অনেক মার্কেটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক প্রকাশ করা হয়।
ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, দিনভর সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। শাহিদুল ইসলাম বলেন, ২০০২ সালের ২১ এপ্রিল বেগম খালেদা জিয়া ইন্দুরকানী উপজেলায় উপস্থিত থেকে তৎকালীন জিয়ানগর উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী রাখা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা জানাতে তাঁর মৃত্যুতে ইন্দুরকানীর সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
এই বিভাগের আরো খবর
-
বরিশাল প্রতিনিধি :বরিশাল নগরীর ফকির বাড়ী রোডে অবস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী মডেল...
-
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর...
-
সোহাগ হাওলাদার, বরগুনা:নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বরগুনার পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বরগুনা-২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!