- প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬ ০৮:৫৪ এএম
বরগুনায় প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন: দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল
সোহাগ হাওলাদার, বরগুনা:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বরগুনার পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বরগুনা-২ আসনের পাথরঘাটা পৌরশহরের বিভিন্ন সড়কে এ মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০–২৫ জনের একটি দল পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে
অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই মুখে মাস্ক পরিহিত ছিলেন। এ সময় তারা ‘না-রায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘সৎ লোকের শাসন চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি নবনিযুক্ত পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ‘ষড়যন্ত্র মানি না, মানবো না’ স্লোগানও দিতে শোনা যায়।
এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাথরঘাটায় মনোনয়নপত্র গ্রহণে বিলম্ব ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসরাত জাহানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম। এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে মো. নূরুল ইসলাম বলেন,“আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই দাঁড়িপাল্লায় ভোট চেয়ে একাধিকবার মিছিল করা হয়েছে। গত ১৮ তারিখও একই ধরনের মিছিল হয়েছে। তারা বারবার আচরণবিধি লঙ্ঘন করছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। আজ আবারও মিছিল হয়েছে—এ বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেছি। আমাদের নেত্রীর মৃত্যুতে আমরা শোকাহত। আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি, সেখান থেকেই বিষয়টি জানতে পারি।”
অভিযোগ অস্বীকার করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেন, “ঘটনাটি রহস্যজনক। এ মিছিল আমাদের নয়। আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য
উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের মিছিল করা হয়েছে। পাথরঘাটায় আমাদের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, এই মিছিলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এর প্রতিবাদ জানিয়ে স্থানীয় সংগঠনকে বিবৃতি দিতে বলেছি।”
এ বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসরাত জাহানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রতিবেদকের কল কেটে দেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন,
“মিছিল বের করার বিষয়ে আমরা জানতে পেরেছি। তবে কারা মিছিলটি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
এই বিভাগের আরো খবর
-
বরিশাল প্রতিনিধি :বরিশাল নগরীর ফকির বাড়ী রোডে অবস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী মডেল...
-
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর...
-
সোহাগ হাওলাদার, বরগুনা:নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বরগুনার পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বরগুনা-২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!