- প্রকাশিত: ২৫ জুন ২০২৫ ০৭:০২ পিএম
গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শোভাযাত্রা, বৃক্ষ রোপন অভিযান ও আলোচনা সভাসহ নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
"প্লাস্টিক দূষণ আর নয়-বন্ধ করার এখনি সময়" এ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসন স্কুলে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় চত্ত্বরে একটি হরতকি চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
পরে জেলা প্রশাসকের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সারোয়ার হোসেন, জেলা বন কর্মকর্তা বিবেকান্দ মল্লিক, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।
আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন করনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণের কারনে মধুমতি নদীনজ খাল বিলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় মাছ, নদীর পানি, এমনকি মাতৃদুগ্ধে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।
এসময় সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বন্ধের ওপর জোর দিয়ে বক্তরা আরো বলেন, পরিবেশবান্ধব সরকার পলিথিন দূষণ বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাটের পলিথিনসহ বিকল্প ব্যাগ ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। #
এই বিভাগের আরো খবর
-
।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোরের জুলাই শহীদ আব্দুল্লাহ -বেনাপোল, জাবির- ঝিকরগাছা ও আলামিন- চৌগাছা এর পরিবারের সাথে সৌজন্য...
-
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠন...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে একটি সড়ক...
-
ভোলা প্রতিনিধি।।ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। নীলকমল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!