- স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
- প্রকাশিত: ১৯ জুন ২০২৫ ০৩:১৮ পিএম
গোপালগঞ্জে ১৯ লাখ টাকা মূল্যের ৩১৮ পিস অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ৩১৮ পিচ অবৈধ চায়না জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পযর্ন্ত কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ও পঞ্জুরী ইউনিয়নে এ অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন।
কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, উপজেলার বিভিন্ন বিলে অবৈধ চায়না জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে অভিযান চালানো হয়। এসময় এসব খাল ও বিল থেকে প্রায় ২১৬ পিচ অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে কলাবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপরদিকে, পিঞ্জুরী ইউনিয়নের বিভিন্ন খালও বিলে অভিযান চালান উপজেলা প্রশাসন। এসময় ওই ইউনিয়নের বিভিন্ন খাল ও বিল থেকে ১০২ পিচ অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, দেশীয় মাছ রক্ষার্থে এ অভিযান চালানো হচ্ছে। অভিযানকালে উপজেলার কলাবাড়ী ও পঞ্জুরী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিল থেকে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ৩১৮ পিচ অবৈধ চায়না জাল জব্দ করা হয়। চায়না জাল দিয়ে মাছ শিকারের ফলে অবাধে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ অভিযানকালে গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন্ #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের বসবাসরত বাকেরগঞ্জবাসীদের প্রাণের সংগঠন ‘বাকেরগঞ্জ উন্নয়ন ফোরাম’। এই ফোরামের কাজকে আরো বেগবান করার লক্ষ্যে নতুন কমিটি গঠন...
-
বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা জোরদার করতে লাল সবুজ সোসাইটির উদ্যোগে বরিশালে অনুষ্ঠিত হলো ‘বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক এক টাউনহল মিটিং।বৃহস্পতিবার (২৭...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বামনা উপজেলায় সংক্ষিপ্ত সফর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!