- প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ০৬:৩১ পিএম
বামনায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বামনা উপজেলায় সংক্ষিপ্ত সফর করেন। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার সরকারি ১৭টি দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পলাশ আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, “ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা, রাস্তা–ঘাট ও যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় বৈঠকও চলছে।
গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, গণমাধ্যম একটি দেশের আয়না। যাচাই-বাছাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য নির্বাচনকে প্রভাবিত করতে পারে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় বামনা উপজেলার ২২টি ভোটকেন্দ্রের যাতায়াতব্যবস্থার সমস্যা, নদীভাঙন, বন্ধ ফেরি চালু, শিক্ষা প্রতিষ্ঠানে মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। জেলা প্রশাসক এসব সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। জনগণের বাস্তব সমস্যা তুলে ধরতে প্রশাসন সব সময় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে আগ্রহী। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন। জেলা প্রশাসক এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের বসবাসরত বাকেরগঞ্জবাসীদের প্রাণের সংগঠন ‘বাকেরগঞ্জ উন্নয়ন ফোরাম’। এই ফোরামের কাজকে আরো বেগবান করার লক্ষ্যে নতুন কমিটি গঠন...
-
বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা জোরদার করতে লাল সবুজ সোসাইটির উদ্যোগে বরিশালে অনুষ্ঠিত হলো ‘বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক এক টাউনহল মিটিং।বৃহস্পতিবার (২৭...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বামনা উপজেলায় সংক্ষিপ্ত সফর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!