- প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ০৭:০৭ পিএম
মুলাদিতে বাল্যবিবাহ প্রতিরোধে মহিলা সমাবেশ
মুলাদী সরকারি কলেজে বরিশাল জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক ( সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার) মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান প্রধান অতিথি ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাল্যবিবাহের কুফল নিয়ে ছাত্রীদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পরিবার ও সমাজে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে লেখা পড়ার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। সামাজিক, মানবিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের উপর জীবনকে প্রতিষ্ঠা করা এবং পারিবারিক পর্যায়ে এসব মূল্যবোধ চর্চার মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখতে ছাত্রীদের আহ্বান জানান হয়। সুন্দর পৃথিবী গড়তে সুন্দর পরিবেশের বিকল্প নেই বলে অতিথিরা বক্তব্যে তুলে ধরেন। তারা আরও বলেন, ঘর থেকে পরিবেশ সুরক্ষার কার্যক্রম শুরু করতে হবে। পরিবেশ দুষণের দুষ্ট ক্ষত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবিলায় আত্মরক্ষার উপায় আয়ত্ত করতে হবে। সামাজিক যে কোন অবক্ষয় রোধে নারীর অনবদ্য ভূমিকার কথা সভায় আলোচনা করা হয়।
বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে এসময় শিক্ষকগণ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে মুলাদী উপজেলার বজায় শুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডায়লগ আয়োজন করা হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগণ, শিক্ষকগণ এবং নানা শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
শাকিব উল হকবরিশাল প্রতিনিধি রাজনৈতিক দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর বরিশাল জোনের আয়োজনে ১৪ নভেম্বর শুক্রবার...
-
আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার:১৪ নভেম্বর (শুক্রবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের...
-
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:যশোর সদরের বসুন্দিয়া মোড় যুব সংঘ'র আয়োজনে শুক্রবার সকাল ১০টায় বসুন্দিয়া মোড়াস্থ্য কার্যালয় চত্বরে বিনামূল্যে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!