- প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ০৬:৩৩ পিএম
বরিশালে ‘বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত।
বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা জোরদার করতে লাল সবুজ সোসাইটির উদ্যোগে বরিশালে অনুষ্ঠিত হলো ‘বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক এক টাউনহল মিটিং।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহরের ইউরো কনভেনশন হলে অনুষ্ঠিত হয় এ টাউনহল মিটিং। এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতা ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস-এফসিডিও এর অর্থায়নে এ আলোচনাসভার আয়োজন করে সংগঠনটি৷
বরিশালের বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার বাস্তব চিত্র, কুফল, নেতিবাচক প্রভাব ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয় পুরো অনুষ্ঠান জুড়ে৷
অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, পরিবেশ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, যুব সংগঠন, গনমাধ্যম প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল অতিরিক্ত জেলা কমিশনার আহসান হাবিব, বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সহকারী পরিচালক মাহবুব আলম, বরিশাল জেলা প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় পার্টি সদস্য আবু সাইদ মূসা, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ হোসেন দুলাল, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা: মিজানুর রহমান। আলোচকেরা বলেন, নগরায়ণ, ভোক্তা সংস্কৃতি ও অদক্ষ ব্যবস্থাপনার ফলে বর্জ্যের পরিমাণ দ্রুত বাড়ছে—যা পরিবেশ, জনস্বাস্থ্য ও জলবায়ুর জন্য উদ্বেগজনক।
বক্তারা বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা চালু, রিসাইক্লিংকে উৎসাহিত করা, কমিউনিটি অংশগ্রহণ নিশ্চিতকরণ, সিটি কর্পোরেশনের লোকবল ও সরঞ্জামাদি বৃদ্ধি করা, স্থানীয় সরকার ও নাগরিকদের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা উপরও গুরুত্বারোপ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বশীল নাগরিক আচরণ, নীতি সহায়তা, প্রযুক্তি ব্যবহার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব। টাউনহলে উত্থাপিত সুপারিশসমূহ সংশ্লিষ্ট নীতিনির্ধারক সংস্থার নিকট পাঠানো হবে।’
সম্মিলিত ও সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করলেই নগরীকে পরিষ্কার রাখা সম্ভব বলে মনে করেন আয়োজক, আলোচক ও উপস্থিতিরা।
আলোচনায় বক্তাদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নগরবাসী ও অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন এবং নিজেদের মতামত তুলে ধরেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের বসবাসরত বাকেরগঞ্জবাসীদের প্রাণের সংগঠন ‘বাকেরগঞ্জ উন্নয়ন ফোরাম’। এই ফোরামের কাজকে আরো বেগবান করার লক্ষ্যে নতুন কমিটি গঠন...
-
বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা জোরদার করতে লাল সবুজ সোসাইটির উদ্যোগে বরিশালে অনুষ্ঠিত হলো ‘বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক এক টাউনহল মিটিং।বৃহস্পতিবার (২৭...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বামনা উপজেলায় সংক্ষিপ্ত সফর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!