বরিশাল-১ আসনে প্রার্থী দিলো গণঅধিকার পরিষদ


‎গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দলীয় প্রার্থী দিয়েছে গণঅধিকার পরিষদ। 


দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য মো. ইলিয়াস মিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। 



বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান দলীয় প্রার্থী হিসেবে ইলিয়াস মিয়ার নাম ঘোষণা করেন। ইলিয়াস মিয়া গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড বানিয়াশুরি গ্রামের বাসিন্দা। 



বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা কমিটির সভাপতি সোলায়মান তুহিন বলেন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মিয়া একজন তরুণ ও গতিশীল নেতা। নির্বাচনী এলাকার দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়নের স্থবিরতা কাটিয়ে বরিশাল-১ আসনকে সমৃদ্ধ করার প্রত্যয় নিয়ে ট্রাক প্রতীক নিয়ে এবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।

সোলায়মান তুহিন আরও বলেন-আমরা আজ অত্যন্ত আনন্দিত। মো. ইলিয়াস মিয়ার মতো একজন যোগ্য, সৎ ও তরুণ নেতাকে পেয়েছি। তিনি এই জনপদের প্রকৃত সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। আমি সর্বস্তরের ভোটারদের কাছে পরিবর্তন ও উন্নয়নের প্রতীক ট্রাক মার্কাকে বিজয়ী করার জোর আবেদন করছি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?