- প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ০৩:৩০ পিএম
গোপালগঞ্জে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা” শীর্ষক হেযবুত তওহীদের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা হেযবুত তওহীদ এ সভার আয়োজন করে।
আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়ে আজ বুধবার (২৬ নভেম্বর) সংগঠনের শহরের মডেল স্কুল রোডের জেলা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় "তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা"র প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে তাদের মুল্যবান মতামত প্রকাশ করেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ। তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত 'তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা' গ্রন্থের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রকাঠামোর ধারণা দেন।
তিনি বলেন, "স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধানে ১৭ বার সংশোধনী আনা হয়েছে, অসংখ্য নতুন নতুন আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। এর কারণ হলো মানবরচিত জীবনব্যবস্থা। এই ব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দলের পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শান্তির জন্য অবশ্যই আল্লাহর দেয়া তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে হবে। এর রূপরেখা কী হবে সেটাই আমাদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম পুস্তক আকারে তুলে ধরেছেন।"
তিনি আরো বলেন, "ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ার সাথে ইসলামের বিরোধ নাই। ইসলামেও মুসল্লিদের অসন্তুষ্টি নিয়ে কেউ ইমামতি করতে পারে না, ইমাম অবশ্যই মুসল্লিদের সমর্থিত হতে হবে, তাকে নিঃশর্তভাবে আনুগত্য করতে হবে। কিন্তু সমস্যাটা হলো প্রচলিত সিস্টেমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে নিজেরা আইন রচনা করেন। এই জায়গায় মানুষ হয়ে যায় বিধানদাতা। আমাদের কথা হচ্ছে, বিধানদাতা বা ইলাহ একমাত্র আল্লাহ। যে বিষয়ে আল্লাহর কোনো হুকুম আছে, বিধান আছে, সেখানে অন্য কেউ বিধান রচনা করতে পারবে না। এটাই আল্লাহর সার্বভৌমত্ব বা তওহীদ। আমাদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় সকল বিষয়ে ন্যায়-অন্যায়ের মানদণ্ড হবে আল্লাহর বিধান।"
সংগঠনটির গোপালগঞ্জ জেলা সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আরিফ মোহাম্মদ আলী আহসান, ঝালকাঠী জেলা সভাপতি মোঃ সাফায়াত হোসেন, গোপালগঞ্জ জেলা নারী বিষয়ক সম্পাদক আঁখি খানম বক্তব্য রাখেন।
বক্তারা আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা অনুসরণ করে মহানবী (সা.) যেভাবে একটি নিরাপদ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তার উদাহরণ তুলে ধরেন। তারই আলোকে একটি তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা, বিচারব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর মর্যাদা, আইনসভা ও সামাজিক সুরক্ষাসহ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ কীভাবে পরিচালিত হবে, তার একটি পূর্ণাঙ্গ চিত্র উঠে আসে আলোচনায়।
উল্লেখ্য, এ প্রস্তাবনার বিষয়ে সারাদেশে সেমিনার, গোলটেবিল বৈঠক, আলোচনা সভা, মতবিনিময় সভা করে আসছে সংগঠনটি। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের বসবাসরত বাকেরগঞ্জবাসীদের প্রাণের সংগঠন ‘বাকেরগঞ্জ উন্নয়ন ফোরাম’। এই ফোরামের কাজকে আরো বেগবান করার লক্ষ্যে নতুন কমিটি গঠন...
-
বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা জোরদার করতে লাল সবুজ সোসাইটির উদ্যোগে বরিশালে অনুষ্ঠিত হলো ‘বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক এক টাউনহল মিটিং।বৃহস্পতিবার (২৭...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বামনা উপজেলায় সংক্ষিপ্ত সফর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!