শিরোনামঃ

গোপালগঞ্জ-০২ আসনে বিএনপির মনোনয়ন চাইলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক, প্রার্থীর সংখ্যা-৮



স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক তৌহিদুর রহমান তাজ। এ নিয়ে এ আসনে বিএনপির প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৮ জনে।


আজ রবিবার (০৫ অক্টোবর) দুপুরে জেলা শহরের বেদগ্রাম এলাকায় তার নিজ অফিসে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দেন তিনি।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৌহিদুর রহমান তাজ বলেন, এই মাটি আমাদের গোপালগঞ্জ। বিগত সময়ে আমরা এ জেলার দৃশ্যমান অনেক উন্নয়ন দেখেছি, তবে প্রকৃত আর্থ-সামাজিক টেকসই উন্নয়ন থেকে এখনো অনেক দূরে অবস্থান করছি আমরা। আমাদের এখন আর শুধু উন্নয়নের গতানুগতিক ছকে আটকে থাকলে চলবে না। আমাদের লক্ষ্য হওয়ায় উচিত নতুনত্ব এবং আধুনিকতার সমন্বয়ে একটি অনুকরনীয় সমৃদ্ধ, স্বনির্ভর ও বৈষম্যহীন, মানবিক গোপালগঞ্জ প্রতিষ্ঠা করা।


তিনি আরো বলেন, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য এবং গোপালগঞ্জের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরোনের লক্ষ্যে প্রয়োজন সৎ, যোগ্য ও প্রতিশ্রুতিশীল একটি নেতৃত্ব। সেই কাঙ্খিত নেতৃত্বের সংকট নিরসনের জন্য একজন ছাত্রনেতা হয়েও আমাকে একটু অগ্রগামী হয়ে এগিয়ে আসতে হয়েছে। গোপালগঞ্জ-০২ আসনের জন্য একজন আপামার ছাত্রজনতার প্রতিনিধি হিসাবে।


তিনি আরো বলেন, আমি চাই মানসিকতার অবকাঠামো তৈরী করতে। আমি চাই গোপালগঞ্জ-০২ আসন এর প্রতিটি নাগরিক যেন নিজেকে একজন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দক্ষ সিটিজেন হিসেবে প্রস্তুত করে। এই আসন যেন হয়ে ওঠে দেশের জন্য একটি কেস স্টোডি এবং টেক্সট বুক এক্সজাম্পল।


তিনি আরো বলেন, দেশের সর্বত্র তরুনদের জয় জয়াকার। গোপালগঞ্জ-০২ আসনের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সাথে কথা বলেছেন। জনগনের আগ্রহ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। যেকোন আন্দোলন সংগ্রামে তিনি সক্রীয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। যে কারনে দল তার কাজের মূল্যায়ন করে গোপালগঞ্জ-০২ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।


কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক তৌহিদুর রহমান তাজ নিজেকে মনোনয়ন প্রত্যাশী ঘোষনা করার গোপালগঞ্জ-০২ আসনে এখন বিএনপির প্রার্থীর সংখ্যা হলো ৮ জনে। তারা হলেন, সাবেক সাংসদ এফ ই শরীফুজ্জামান জাহাঙ্গীর, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, সাবেক সাংসদ এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, জেলা বিএনপির সদস্য এ্যাভোকেট তৌফিকুর রহমান তৌফিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার নুরুজ্জামান ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক তৌহিদুর রহমান তাজ। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?