শিরোনামঃ

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল গলাচিপা উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক মো. আলী জিন্নাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. ফজলুল হক শাকিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সাত্তার হাওলাদার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. এনায়েতুর রহমান মোহন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য রেজাউর রহমান। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?