- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ০১:৪৪ পিএম
গলাচিপায় দিনদুপুরে নগদ টাকা ও স্বর্নালংকার চুরি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপা পৌরসভার আরামবাগ এলাকায় রবিবার (১৩ জুলাই) দুপুরের দিকে এক অভাবনীয় চুরির ঘটনা ঘটেছে। একই ভবনের দুটি ফ্ল্যাটে দিনের আলোয় ঘটে যাওয়া এই চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে আরামবাগ এলাকার ওই দুইতলা ভবনের বসবাস করেন অ্যাডভোকেট মো. রাইসুল ইসলাম জাহিদ এবং জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. আবদুর রহমান।
রবিবার সকাল ১১টা থেকে দুপুরের শেষ দিকে অজ্ঞাতনামা চোরেরা উভয় বাসায় হানা দেয়। এ সময় বাসার কেউ উপস্থিত ছিলেন না। এ্যাড. জাহিদ এর স্ত্রী থাকেন পটুয়াখালীতে এবং আবদুর রহমান এর স্ত্রী গেছেন বেড়াতে।
চোরেরা এ্যাড. জাহিদ এর বাসা থেকে নগদ ২৫ হাজার টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার এবং আবদুর রহমান এর বাসা থেকে কি নিয়েছেন তা নিরূপণ করা সম্ভব হয়নি দুটি বাসা থেকেই মূল্যবান কাগজপত্র না নিলেও ঘরের আসবাব ও অন্যান্য জিনিস এলোমেলো করে রেখে যায়, যা থেকে ধারণা করা হচ্ছে, চোরেরা মূল্যবান বস্তু খুঁজেই বাসা তছনছ করেছে।
দুপুর ২টার দিকে এ্যাড. জাহিদ বাসায় ফিরে ঘরের দরজার অস্বাভাবিক অবস্থা ও জিনিসপত্রের বেহাল চিত্র দেখে ঘটনার বিষয়টি বুঝতে পারেন। এরপর তিনি প্রকৌশলী আবদুর রহমানসহ আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে সকলে মিলে দুটি বাসার চুরির আলামত পর্যবেক্ষণ করেন।
ঘটনার পর গলাচিপা থানাকে বিষয়টি অবহিত করা হলে থানা থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা কতৃপক্ষ জানান, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন। পাশ্ববর্তী কোন বাসায় সিসিটিভি থাকলে ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে চোরদের শনাক্ত করা হবে।
স্থানীয়দের অভিযোগ, দিনদুপুরে এমন চুরির ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় না আনলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বাড়বে।
এই বিভাগের আরো খবর
-
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধিঃ-গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল (৭...
-
ওয়াহিদ-উন-নবী,ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ...
-
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতি বরিশাল বিভাগীয় নব গঠিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ...
-
বরিশালে অনুষ্ঠিত হলো প্রবীণ সাংবাদিক, সংগঠক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিন্টু বসুর আজ ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা। খেয়ালী গ্রুপ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!