বরগুনায় সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত


মাসুদ রেজা ফয়সাল, স্টাফ রিপোর্টার  

বাংলাদেশ ও ভারতের একটি বিস্তীর্ণ অংশ জুড়ে অবস্থিত। এটি বিশ্ব ঐতিহ্যের অংশ এবং নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। তবে শিল্পায়ন, নৌপরিবহন, অবৈধ শিকার ও জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবন আজ দূষণের হুমকিতে রয়েছে।

সুন্দরবন রক্ষা, প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে বরগুনা প্রেসক্লাবে শনিবার বেলা ১১ টায় সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, বরগুনা জেলা সুন্দরবন সাংবাদিক ফোরামের আহবায়ক মনির হোসেন কামাল। আলোচনা করেন, সিনিয়র সাংবাদিক চিত্তরঞ্জন শীল, মীর্জা এসে আই খালেদ, জাকির হোসেন মিরাজ, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক ও বরগুনা প্রেসক্লাবের সহ সভাপতি হাফিজুর রহমান দেবদাস মজুমদার, হাফেজ খোকন, হিমাদ্রী শেখর কেশব, সাইদুল ইসলাম মন্টু, জাহাঙ্গীর কবির মৃধা, মাসুদ রেজা ফয়সাল, রহমান আরিফ, ও লাবনী আক্তার। সভায় একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। উপস্থিত বক্তারা একটি সংবেদনশীল সমাজ গঠনের জন্য সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে যুবদের সম্পৃক্ততা বাড়াতে সহযোগিতামূলক কার্যক্রমের কৌশল তৈরি করার জন্য যথাযথ পরামর্শ প্রদান করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?