- প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ০৭:১১ পিএম
বরগুনায় ডেঙ্গু সচেতনতায় ‘আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও উপকরণ বিতরণ
বরগুনা জেলা প্রতিনিধিঃ
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বরগুনায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে এনজিও সংস্থা 'আশা'। জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায়, ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা, র্যালি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এ সময় ৬০০ অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এডিস মশা প্রতিরোধে মশারি, মশার কয়েল ও এন্টি মসকিটো ক্রিম বিতরণ করা হয়।
বুধবার (০৯ জুলাই) বরগুনা জেলার সেনাখালী, কাটপট্টি, পশ্চিম বরগুনা ও বটতলা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা, র্যালি ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এছাড়া, আশার বিভিন্ন টিম এলাকার মানুষদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেয়। কর্মসূচিতে অংশ নেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের জিডিডি (কমিউনিকেশন) হাবিবুর রহমান মিয়া, ডেপুটি চিফ হেলথ অফিসার ডা. মো. আফজাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট চিফ হেলথ অফিসার ডা. নাজলী ইসলাম, প্রোগ্রাম অফিসার (হেলথ) মো. বজলুর রহমান, বরিশাল ডিভিশনের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জালাল আহম্মেদ, বরগুনা জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শফিকুর রহমানসহ বরগুনা জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এই বিভাগের আরো খবর
-
শাকিব উল হকবরিশাল প্রতিনিধি সামাজিক উন্নয়নমূলক সংগঠন লাল সবুজ সোসাইটি-এর উদ্যোগে বরিশাল শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হলো “লার্ন টু লিড”...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃসাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের আইনজীবীদের সম্পর্কে করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরগুনার আইনজীবী নেতারা। শনিবার (৮...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!