বোরহানউদ্দিনে বোনকে বাঁচাতে গিয়ে হামলার শিকার ভাই,আহত  ১


নিজস্ব প্রতিবেদক, ভোলা:

ভোলার বোরহানউদ্দিনে আপন বোনকে বাঁচাতে গিয়ে শশুর-শাশুড়ি,দেবর ও সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে আপন ভাই।

ঘটনার বর্ণনা দিয়ে আহত মোঃ রাজু সাংবাদিকদের বলেন, এক বছর আগে বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেলিম পণ্ডিতের ছেলে  জুয়েল পন্ডিতের সাথে বিয়ে হয় আহত রাজুর বোন ইমু বেগমের, কিন্তু বিয়ের পর থেকেই কালো মেয়ে,রিকশা ওয়ালার মেয়ের অপবাদ দিয়ে

শ্বশুর-শাশুড়ি ও দেবর নানান ভাবে অত্যাচার নির্যাতন করতেন ইমুকে, এ বিষয়ে তার প্রবাসী স্বামী জুয়েল পন্ডিতকে জানালেও কোন প্রতিকার পান ইমু পরবর্তীতে তার মা ও ভাইকে বিষয়টি জানালে, রাজু ২৮ জুন শনিবার বেলা বারোটায় বিষয়টি জানতে ওই বাড়িতে যান, তারা জানান, বাড়িতে তার বোনকে কেন মারা হলো" জিজ্ঞেস করতে চাইলেই এলোপাথারি মারধর করেন শশুর-শাশুড়ি ও দেবর, পরবর্তীতে সন্ত্রাসী ভাড়া করে তাকে উঠিয়ে নিয়ে টগবী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পন্ডিত বাড়ির পূর্ব পাশে দাস বাগানের ভিতরে ব্যাপক মারধর করে, পরে স্থানীয় লোকজন আহত রাজুকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যান।


রাজুর মা পারভিন বেগম বলেন, আমার ছেলেকে রাকিব মাল, হৃদয়, সেলিম পন্ডিত সহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী উঠে নিয়ে গিয়ে হামলা করে বর্তমানে আমার ছেলের অবস্থা খুবই খারাপ ডাক্তার বলেছে বরিশাল নিয়ে যেতে, আমার স্বামী রিক্সা চালায় তাই মনে হয় বিচার পামু না, আল্লাহর কাছে বিচার দিলাম, গতকাল রাতে রাজুকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে,অবস্থার অবনতি হলে ডাক্তার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে তাকে স্থানান্তর করে বলেও জানান,আহত রাজুর মা পারভীন বেগম।

আহত রাজুর বোন ইমু বলেন, আমাকে আমার শশুর সেলিম পন্ডিত, শাশুড়ি শাহিদা বেগম ও দেবর হৃদয় পন্ডিত আমি কালো,রিকশাচালকের মেয়ে বলে গালিগালাজ ও নির্যাতন করে,আমার স্বামী প্রবাসে থাকায় অনেক নির্যাতন করতো, কাউকে বলিনি ভয়ে"পরে ভাইয়াকে বললে ভাইয়ার উপর হামলা করেন তারা, আমি এর বিচার চাই।

এ বিষয় শনিবার রাতে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, আহত রাজুর মা পারভীন বেগম।

জানতে চাইলে অভিযুক্ত সেলিম পণ্ডিত, হৃদয় ও সাহিদা বেগম বলেন, এ বিষয়ে কিছুই জানেন না তারা, কিভাবে কি হয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু অবগত নয় বলেও সাংবাদিকদের জানান অভিযুক্তরা।

এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, আহত রাজুর মা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, ঘটনাস্থলে রবিবার সকালে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?