বামনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফলজ ও বনজ বৃক্ষ কেটে ক্ষতিসাধনের অভিযোগ,   কোর্টে মামলা



স্টাফ রিপোর্টারঃ

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের কালাইয়া গ্রামে সম্প্রীতি আঃ আজিজ দফাদরের পুত্র মোঃ কবির  দফাদারের বসতবাড়ীতে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ কেটে ক্ষতি সাধন করিয়াছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে এবং সাতজনকে আসামি করে কোর্টে মামলা করা হয়েছে। 

ঘটনার বিবরনে জানাজায় কালাইয়া গ্রামের কবির  দফাদারের বসত বাড়ীর বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নিধন করে ফেলেছে এবং বাড়ির সামনে রাস্তার পার্শে একটি দোকানঘর ছিল সেটিও  ভেঙে উপরিয়ে ফেলেছে অভিযুক্তরা।

অভিযুক্তরা হলো একই গ্রামের মৃতঃ শাহআলমের পুত্র মোঃ কামাল (৩২), মোঃ জামাল (৩০), শাহআলমের স্ত্রী মোসাঃ সকিনা(৫০), আব্দুস সালামের পুত্র মোঃ আবদুর রহমান (১৮),  মোঃ ইকবালের পুত্র মোঃ ইমন (২০) মোঃ খলিল মিস্ত্রীর পুত্র মোঃ আবুসালেহ গং। এ বিষয়ে গত ২৫/০৬/২০২৫ইং তারিখ বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি সি আর পিটিশন দাখিল করেন কবির দফাদার, যাহার মামলা নং ৮২/২০২৫।

বিষয়টি আদালত বামনা থানার অফিসার ইনচার্জকে এফ আই আর নেয়ার জন্য সুপরীশ করেন। 

এ বিষয় স্হানীয় ইউপি সদস্য মোঃ পান্না  মিয়া জানান অভিযুক্তরা গ্রামের সালিস মিমাংসা মানেনা, ক্ষমতার অপব্যবহার করে। 

অভিযুক্ত মোসাঃ ছকিনা জানান ঐ জমি আমার শশুর আজিজ দফাদারের কাছে বিক্রি করিয়াছেন কিন্তু দলিলে ২ শতাংশ পাইছে বাকী ১৬ শতাংশ আমরা পাইছি।

 নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান

ঐ জমির পরিবর্তে নাল জমি দিতে চাইলে অভিযুক্তরা তাও মানেনা, তাদের পূর্বপুরুষ ঐ জমি বিক্রি করিয়াছে।



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?