শিরোনামঃ

বামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন


মাসুদ রেজা ফয়সালঃ

বরগুনার বামনা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেলে বামনা সৈয়দ রহমাত আলী স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।


মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী একাদশ ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ একাদশ। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য থাকার পর উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে গুলিশাখালী একাদশ ৫-৩ গোলে মির্জাগঞ্জ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে স্থানীয় বিএনপির উদ্যোগে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়।


খেলা দেখতে স্টেডিয়ামে হাজারো দর্শকের ভিড় জমে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে পুরো খেলাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


খেলা শেষে বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, আহবায়ক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন শরিফ, অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইকবাল কোরাইশী বাবু, যুবদলের আহবায়ক দীপু সিকদার, টুর্নামেন্টের আহবায়ক আরিফুর রহমান শিমুল, সদস্য সচিব রায়হান নাজির ধলু এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির জমাদ্দারসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


উল্লেখ্য, টুর্নামেন্টের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি পবিত্র ওমরাহ পালনজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?