শিরোনামঃ

আওলিয়াপুর উচ্চ বিদ্যালয়ে ওয়েভ ফাউন্ডেশনের অরিয়েন্টেশন সেশন


২০২৫ সালের ২৩ অক্টোবর ACT-II প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন আওলিয়াপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি অরিয়েন্টেশন সেশন আয়োজন করে। মোট ৩১ জন শিক্ষার্থী এই সেশনে অংশগ্রহণ করে, যার মধ্যে ১২ জন ছেলে ও ১৯ জন মেয়ে শিক্ষার্থী ছিল। সকল শিক্ষার্থী সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।


সেশনে শিক্ষার্থীদের ৬টি আচরণগত বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়—

১. পরিবেশগত স্বাস্থ্যবিধি

২. খাদ্য স্বাস্থ্যবিধি

৩. ব্যক্তিগত স্বাস্থ্যবিধি

৪. নিরাপদ পানির স্বাস্থ্যবিধি

৫. পয়ঃনিষ্কাশন স্বাস্থ্যবিধি

৬. হাত ধোয়ার স্বাস্থ্যবিধি


সেশনের শুরুতে প্রকল্প কর্মকর্তা কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন এবং সমাজে গড়ে ওঠা ইতিবাচক আচরণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো ও খারাপ আচরণের পার্থক্য স্পষ্টভাবে বুঝতে পারে।

অরিয়েন্টেশন শেষে শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনে শেখা আচরণগুলো অনুশীলনের অঙ্গীকার করে এবং পরিবারের সদস্য ও সমাজে এই বার্তাগুলো প্রচারের প্রতিশ্রুতি দেয়।


সমাপ্তির আগে সকল শিক্ষার্থী হাত ধোয়ার অনুশীলন করে, যা সেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উপস্থাপিত হয়। প্রত্যেক শিক্ষার্থীকে একটি আচরণবিষয়ক ডেস্ক ক্যালেন্ডার ও একটি সাবান প্রদান করা হয় উৎসাহ হিসেবে।


আওলিয়াপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়েভ ফাউন্ডেশনকে এমন গুরুত্বপূর্ণ সেশন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তা-ভাবনায় ইতিবাচক পরিবর্তন আনে এবং তাদের আচরণে স্থায়ী উন্নয়ন ঘটায়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?