শিরোনামঃ

ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন


ভোলা প্রতিবেদক:

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সম্প্রতি এক সংবাদ সম্মেলন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিনা নোটিশে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনার বিস্তারিত তথ্য উপস্থাপন করেছে। সংবাদ সম্মেলনে আহ্বায়ক মাহফুজুর রহমান জানান, ১৫–১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে জমি-সংক্রান্ত বিরোধের প্রেক্ষিতে পৌর প্রশাসক ও আনুমানিক একশ জন লোক বুলডোজার ও ভাঙার সরঞ্জাম নিয়ে কমপ্লেক্সে প্রবেশ করে।


মাহফুজুর রহমান বলেন, “আমরা পূর্বে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় দলিল সরবরাহ করেছি এবং জমি জরীপের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা নিজে দোকান ভাঙার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু, এসি ল্যান্ডের কাজ শেষ হওয়ার আগেই আমাদের ৭টি দোকান ভাঙা এবং সমস্ত মালামাল লুট করা হয়েছে। এটি সম্পূর্ণ অবৈধ এবং অনাকাঙ্খিত।”


তিনি আরও উল্লেখ করেন, ঘটনা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক। “আমরা আইনগত পদক্ষেপ চাই এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই,” সংবাদ সম্মেলনে আহ্বায়ক বলেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধারা বলেন, কমপ্লেক্সটি ১৯৮২ সাল থেকে মুক্তিযোদ্ধাদের কার্যক্রমের জন্য ব্যবহার হচ্ছে। ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মুক্তিযোদ্ধাদের মান-সম্মান ও স্থায়ী সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।


সংবাদ সম্মেলনের শেষে আহ্বায়ক জানান, তারা জেলা প্রশাসকের কাছে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদনপত্রও জমা দিয়েছেন।


এই ঘটনায় ভোলা পৌর প্রশাসক বা অন্য কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্তব্য এখনও পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?