সংবাদ সম্মেলণ করে  ধানের শীষের পক্ষে  থাকার অঙ্গিকার


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে সংবাদ সম্মেলণ করেছেন গৌরনদী উপজেলার বিএনপি’র সাবেক আহবায়ক ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া।  

শুক্রবার বেলা এগারটায় উপজেলার টরকী বন্দরস্থ বার্থী বাসভবনে সাংবাদিক সম্মেলণ করে আবুল হোসেন মিয়া লিখিত বক্তব্যে বলেন, গত চার দশক যাবত আমি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আমি যতদিন বেঁচে থাকবো বিএনপি’র সাথেই থাকবো। বরিশাল-১ আসনে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আমার নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনসাধারণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানাই। আগামী নির্বাচনে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে দলকে শক্তিশালী করে জনগনের আশা আকাঙ্খা বাস্তবায়নে আমার সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম খলিফা, নারী নেত্রী তাসলিমা বেগম, তানিয়া আক্তার প্রমূখ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?