- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৬:৩৬ এএম
শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাই গ্রেপ্তার
রিয়াজুল হক সাগর, রংপুর অফিস।
দিনাজপুরের পার্বতীপুর শাশুড়ি (৫৮) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেবরের জামাই দুলাল সরদার (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর তেলিপাড়া গ্রামে মঙ্গলবার ২৮ (অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে।
আজ বুধবার আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। এঘটনায় গতকাল (২৮ অক্টোবর) সকালে ভিকটিম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় নারী শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী -২০০৩) এর ৯ (৪) খ ধারায় ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। আজ বুধবার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) মো: নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রামের বাড়ী তেলিপাড়া থেকে দুলাল সরদারকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ভিকটিমের বাড়ী পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামে। গত ১০ বছর স্বামী মারা যায়। এরপর থেকে একমাত্র মেয়ে নিয়ে স্বামীর পৈতৃক ভিটায় বসবাস করে আসছেন। গত ১ বছর পূর্বে মেয়েরও বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রামে। মেয়ের বিয়ের পর তিনি একাই ওই বাড়ীতে থাকতেন। এই সুযোগ দুলাল সরদার বাড়ীর প্রাচীর টপকিয়ে অস্ত্রের মুখে জিম্মী করে বলেন, তুই আমার বউকে এনে দে, না হলে তোকে রেপ করবো। এক পর্যায় ভিকটিমের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় দুলাল সরদার।
মামলা সুত্রে আরও বলা হয়েছে, দুলালের বাড়ী আর ভিকটিমের বাড়ী পাশাপাশি। দুলাল সরদারের দুই ছেলে রয়েছে। গত ১০ দিন আগে স্বামী দুলালের সাথে ঝগড়া হলে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়।
এব্যাপারে পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) মো: নজরুল ইসলাম বলেন, ভিকটিমের দায়ের করা মামলায় দেবরের জামাই দুলাল কে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার জেলহাজতে পাঠানো হয়।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!